ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

ওমরাহ পালন করলেন আইজিপি শহিদুল হক

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ২১, ২০১৫
ওমরাহ পালন করলেন আইজিপি শহিদুল হক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সপরিবারে পবিত্র ওমরাহ পালন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক।

জেদ্দা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নওফেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, বৃহস্পতিবার (২১ মে) ভোরে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা আসেন শহিদুল হক। জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সড়ক পথে মক্কা এসে পবিত্র ওমরাহ পালন করেন আইজিপি।

কনসাল জেনারেল একেএম শহিদুল করিম, কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতারা বিমানবন্দরে শহিদুল হককে স্বাগত জানান।

মহানবী হযরত মোহাম্মদ (স.) রওজা জিয়ারতের উদ্দেশ্যে শুক্রবার (২২ মে) মদীনা যাবেন তিনি।

মদীনায় মহানবীর রওজা জিয়ারতের পর শনিবার (২৩ মে) শহিদুল হকের হাইতি যাওয়ার কথা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ২২, ২০১৫
এমএএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ