ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরবে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুন ৫, ২০১৫
সৌদি আরবে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন

রিয়াদঃ জাতীয়তাবাদী যুবদল সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি মোজামেল হোসেন।



জেদ্দা মহানগর যুবদল যুগ্ন আহবায়ক মুফিজুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ কিসমত সিআইপি।
 
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন।
 
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেদ্দা মহানগর বিএনপির সাধারণ মীর মনিরুজ্জামান তপন, জেদ্দা মহানগর যুবদলের আহবায়ক কয়েছ আহমদ, সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদল সহসভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবি দল কেন্দ্রীয় সহসভাপতি ইসমাইল ইমন।

সভা শেষে জিয়াউর রহমান, তার পরিবারের সদস্যবর্গ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
কেএইচ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ