ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুন ১০, ২০১৫
সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ২ বাংলাদেশি নিহত

রিয়াদ: সৌদি আরবের সর্ববৃহৎ পূর্বাঞ্চলীয় প্রদেশের শহর আল খোবারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) স্থানীয় সময় সকালে আল খোবারের সুবেখায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত দু’জন হলেন- লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আব্দুর রহমান (৪০) ও ফেনীর ফুলগাজী উপজেলার জয়নাল আবেদীন (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই আবদুর রহমানের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পরে মারা যান জয়নালও।

রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, আমরা দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। এদের একজন লক্ষীপুরের আব্দুর রহমান ও ফেনীর জয়নাল আবেদীন।

তবে, নিহতদের মধ্যে জয়নালের নাম নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ ওই ব্যক্তির নাম জয়নাল বললেও আরেক অংশ মোহাম্মদ বশির বলে উল্লেখ করছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুন ১০, ২০১৫/আপডেট ১৯১৯ ঘণ্টা
এমএএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ