ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে বাংলাদেশ দ‍ূতাবাস কাউন্সিলরকে শ্যাডো’র বিদায়সংবর্ধনা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
রিয়াদে বাংলাদেশ দ‍ূতাবাস কাউন্সিলরকে শ্যাডো’র বিদায়সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ আইয়ুবক বিদায় সংবর্ধনা দিয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘শ্যাডো’।

শনিবার (২৭ জুন) রিয়াদের হারার কোকোপা রেস্টুরেন্টে এ বিদায় সংবর্ধনা উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



শ্যাডোর প্রধান উপদেষ্টা মো. আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সাবেক কার্যালয় প্রধান কাউন্সিলর মোহাম্মদ আইয়ুব।

আব্দুস সালাম কিরণ ও নুরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব সেলিম ভুঁইয়া, মোহাম্মদ আব্দুস সালাম, মিজানুর রহমান কমল, গোলাম মহিউদ্দীন, জাকির হোসেন, আব্দুল জলিল, কাপতান হোসেন, শ্যাডোর উপদেষ্টা নাজিম উদ্দিন, বিপ্লব দেওয়ান, আরিফুর রহমান কুদ্দুস, সদস্য সালাহউদ্দিন আহমেদ, শাহজাহান চঞ্চল, এরশাদ আহমেদ, রুহুল আমিন বাবুল, আলতাফ হোসেন বাবুল প্রমুখ।

দূতাবাসের কাউন্সিলর খাইরুল আলম, সারওয়ার আলম, মোশারফ হোসেন, প্রথম সচিব (শ্রম) নুর মোহাম্মদ মাসুম, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথিকে দেওয়া মানপত্র পাঠ করেন শ্যাডোর অন্যতম উপদেষ্টা মসিহ সিরাজ।

অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় শ্যাডোর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র দেওয়া হয়।

সংবর্ধিত অতিথি মোহাম্মদ আইয়ুব তার বক্তৃতায় কর্মক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য রিয়াদের বাংলাদেশ কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা জানান শ্যাডোর প্রতি।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ