ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রিয়াদস্থ লাকসাম মনোহরগঞ্জ আ’লীগের কমিটি ও ইফতার

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
রিয়াদস্থ লাকসাম মনোহরগঞ্জ আ’লীগের কমিটি ও ইফতার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: রিয়াদস্থ প্রবাসী লাকসাম মনোহরগঞ্জ আওয়ামী লীগের নতুন পূর্ণাঙ্গ কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) রিয়াদের হারা কোকোপাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত অভিষেক ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন লাকসাম মনোহরগঞ্জ আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদ পারভেজ।



কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান।

প্রধান বক্তা ছিলেন রিয়াদস্থ কুমিল্লা সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন মুরাদ, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, কুমিল্লা সোসাইটির সভাপতি নুরুল ইসলাম, আকবর আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস, রিয়াদ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত ভুইয়া, পণ্য আমদানিকারক সমিতি রিয়াদের সভাপতি কাপতান হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়াদ যুবলীগের সিনিয়র সহসভাপতি কামাল পাটোয়ারি, চাটখিল কলেজের সাবেক ভিপি নিজাম উদ্দিন, রিয়াদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন প্রধান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ লাকসাম মনোহরগঞ্জ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা।

এদিকে নতুন গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে মাসুদ পারভেজকে সভাপতি, নূরুল আমিন নূরুকে সাধারণ সম্পাদক এবং ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি আমিনুল ইসলাম টিপু, সাখাওয়াত হোসেন সুজন, খলিলুর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, ফারুক হোসেন, ইকবাল হোসেন, মো. শেখ হোসেন, কামাল হোসেন, আল আমিন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম স্বপন, মোহাম্মদ সোহাগ, মো. বাহার উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, অর্থ সম্পাদক নজরুল ইসলাম রনি, সহ অর্থ সম্পাদক আব্দুল হালিম, প্রচার সম্পাদক মাসুদ পারভেজ খান, সহ প্রচার সম্পাদক মাইনুদ্দিন সুমন, দপ্তর সম্পাদক দিদারুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক ফারুক, তথ্য সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ তথ্য সম্পাদক শামসুল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফারুক, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খুরশিদ আলম ইমন, সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজ, আন্তর্জাতিক সম্পাদক আবু তাহের, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফজলুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রাশেদ আলম রিপন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জসিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম।

জাকির হোসেনকে প্রধান উপদেষ্টা করে ঘোষিত কমিটির অন্য উপদেষ্টারা হলেন- বেলায়েত হোসেন, ইউসুফ মিয়া, চান মিয়া, আবুল কাশেম, বেলায়েত হোসেন, বাদল মিয়া, জাফর আহমেদ, মোরশেদ আলম ও শাহজাহান সাজু।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ