ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আর নেই

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আর নেই ছবি : সংগৃহীত

রিয়াদ: সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সাউদ বিন ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদ মারা গেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সাউদ আল ফয়সালের পরিবার স্থানীয় গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।



সাউদ আল ফয়সাল ১৯৭৫ সালের মার্চ মাস থেকে ২০১৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত দীর্ঘ ৪০ বছর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৬৬ সাল থেকে তিনি সৌদি পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

সৌদি আরবের প্রয়াত বাদশা ফয়সাল এবং ইফফাত আল থুনায়ানের দ্বিতীয় সন্তান যুবরাজ সাউদ আল ফয়সাল ১৯৪০ সালের ২ জানুয়ারি দেশটির তায়েফ নগরীতে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজ্যুয়েট ডিগ্রি অর্জন করেন তিনি।

জাওহারা বিনতে আব্দুল্লাহ বিন আব্দুর রহমানকে বিয়ে করেন তিনি। সাউদ আল ফয়সাল তিন ছেলে এবং তিন মেয়ে রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ