ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় গোল্ডেন স্টারের ঈদ উত্সব

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
জেদ্দায় গোল্ডেন স্টারের ঈদ উত্সব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জেদ্দা থেকে: সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন বাংলাদেশ গোল্ডেন স্টারের উদ্যোগে ঈদ উত্সব-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাতে জেদ্দা একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঈদ উত্সবে প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনস্যুলেটের কার্যালয় প্রধান জাকারিয়া বিশ্বাস।



বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নওফেল, জেদ্দা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির, বাপ্পী লস্কর, দেলোয়ার সরকার, জেদ্দা তরুণ বাংলা পরিষদের সভাপতি সেলিম, সারতাজুল আলম দিপু ও তাসবিয়াহ হুমায়ুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মামুন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সুদানি এবং পাকিস্তানি নাগরিকের যাদু উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

সাংস্কৃতিক পর্বে বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্থানি শিল্পীদের মনমাতানো গান আর নাচ অনুষ্ঠানে যোগ করে নতুন মাত্রা।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ