ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় এমআরপি কার্যক্রম পরিদর্শন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
জেদ্দায় এমআরপি কার্যক্রম পরিদর্শন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রিয়াদ: সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বানানোর কাজে নিয়োজিত আউটসোর্সিং কোম্পানি আইরিস কর্পোরেশন বারহাড অফিস পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
 
সোমবার (৩ আগস্ট) বিকেলে জেদ্দায় আইরিস কর্পোরেশন বারহাড অফিসে গিয়ে এমআরপি কার্যক্রমের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন তিনি।


 
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সৌদি আরবসহ সকল প্রবাসীদের হাতে আগামী ২৪ নভেম্বরের মধ্যে এমআরপি পৌঁছে দেওয়া সম্ভব হবে। মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় এর সঙ্গে জড়িত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের কাছে এমআরপি পৌঁছে দিতে সহায়তা করছে।
 
শাহরিয়ার আলম বলেন, তিন মাস আগেও আমরা যথাসময়ে এমআরপি দেওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তবে আমি সম্প্রতি আমেরিকা, মালয়েশিয়া এবং সৌদি আরব ঘুরে এমআরপির অগ্রগতি দেখে সন্তুষ্ট।
 
বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট এবং আইরিসের সম্মিলিত প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই সকল প্রবাসীর হাতে এমআরপি পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এসময় বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের এমআরপির আওতায় আনতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি।
 
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, কনসাল জেনারেল একেএম শহিদুল করিম, কাউন্সিলর মো. মোকাম্মেল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ