ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল শুক্রবার

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল শুক্রবার

রিয়াদ: সম্প্রতি জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত চার শিক্ষার্থীর কুলখানি শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত হবে।

এদিন বাদ মাগরিব কলেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।



মঙ্গলবার (১১ আগস্ট) প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা ও ইয়ুথ জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা (মধ্যপ্রাচ্য) কাজী নওফেল বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় স্কুলের পরিচালনা পরিষদের সদস্য ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (ইংরেজি শাখা) পরিচালনা পর্ষদের চেয়াম্যান কাজী নেয়ামুল বশিরকে আহ্বায়ক করে কুলখানি বাস্তবায়ন কমিটি গঠন করা হয় বলে জানান কাজী নওফেল।

শুক্রবার (০৭ আগস্ট) দিনগত রাতে জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি ছাত্র নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও সাতজন।

সমুদ্র সৈকত থেকে ফেরার পথে জেদ্দার আভোর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বাংলা শাখা) একাদশ শ্রেণির এই চার ছাত্র পরিবারের সঙ্গে জেদ্দায় থাকতেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ