ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

মদিনায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
মদিনায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মোহাম্মদ আফজাল হোসাইন

রিয়াদ: চলতি মৌসুমে পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরব গিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসাইন (৭৯) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহী...রাজিউন)।

স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) ভোর ৩টার দিকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।



এ নিয়ে চলতি বছর ছয় বাংলাদেশি হজযাত্রীর মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে মক্কা এবং মদিনা বাংলাদেশ হজ মিশন।

আফজালের সহযাত্রী এমদাদুল হক বাংলানিউজকে জানান, আফজাল হোসাইনের বাড়ি নওগাঁ জেলার সদর উপজেলার উকিল পাড়ায়। তার পাসপোর্ট নম্বর
বিই০৭৫০৫৪২ এবং হজ আইডি নম্বর ০৭৯৮০৪১।

সরকারি ব্যবস্থাপনায় মোহাম্মদিয়া ট্রাভেলসের মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ