ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মোহাম্মদ বদিউল আলম খান

রিয়াদ: পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে এসে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান।



মৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ বদিউল আলম খান (৬২)। তিনি ঢাকা জেলার ভাটারা এলাকায় বসবাস করতেন। তার পাসপোর্ট নম্বর-০৮৮৩৩০৩ এবং হজ আইডি নম্বর-৯৯৬০৩৯৫।

মক্কা হজ মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

বদিউল আলম সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশে গত ১৬ আগস্ট বাংলাদেশ বিমানের বিজি-১০১১ ফ্লাইটে সৌদি আরবে আসেন।

চলতি বছর সৌদি আরবে নয় বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ আটজন ও নারী একজন। ছয়জন মক্কা এবং তিন জন মদিনায় মারা যান।
এদিকে, রোববার (৩০ আগস্ট) রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত হজ পালনের উদ্দেশে বাংলাদেশ বিমান ও সৌদিয়ার ১২৯টি ফ্লাইটের মাধ্যমে ৪৯ হাজার ১৮২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

২০১৫ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালনের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ