ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে সৌদি প্রবাসী সাংবাদিকদের সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে সৌদি প্রবাসী সাংবাদিকদের সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সাম্য, মানবতা আর দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা করেছে প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ) সৌদি আরব কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাথার একটি কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রসাফের সভাপতি মোহাম্মদ আবুল বশির।

সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনের সঞ্চালনায় সভায় কবি নজরুলের জীবনীর ওপর বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু ছাঈদ, প্রসাফের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমীন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপ‍ূর্ব, তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল হালিম নিহন, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, সদস্য শাহজালাল ভুট্টো, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সাজু, শহিদুল ইসলাম, গোলাম সারওয়ার আপেল, আলমগীর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাঙালির জাতীয় জীবনে কাজী নজরুল ইসলামের অবদান অপরিসীম। ব্রিটিশবিরোধী আন্দোলন, উপমহাদেশের স্বাধীনতা, মাতৃভাষা আন্দোলন, একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধ- সর্বোপরি আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলামের লেখনী বাঙালি জাতিকে উপকৃত করে চলেছে। বাঙালি জাতির ইতিহাসে এই কবির ত্যাগ অপরিসীম।

প্রসাফের সহ অর্থ-সম্পাদক কামাল বাঙ্গালীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভা শেষ হয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনার মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ‍সেপ্টেম্বর ০২, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ