ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
সৌদিতে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

রিয়াদ: সৌদি আরবের মক্কায় মারা গেছেন আরো দুই বাংলাদেশি হজযাত্রী।

তাঁরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আয়েস উদ্দিন (৬৮)।

তাঁর পাসপোর্ট নম্বর বিএ ০৫৬৫২২৫ এবং হজ আইডি নম্বর ১২৮১০৪২ এবং একই জেলার নাচোল উপজেলার বাসিন্দা মো. আব্দুল হাকিম (৭২)। তাঁর পাসপোর্ট নম্বর বিই ০২৩৪০২২ এবং হজ আইডি নম্বর ১২৮১১৪৫।

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে মারা যান তাঁরা।

হজযাত্রীদের গাইড মো. হাবিবুল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি বছর সৌদি আরবে ২২ বাংলাদেশি হজযাত্রী ম‍ারা গেলেন। এর মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী হজযাত্রী রয়েছেন পাঁচ জন।
 
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ