ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদির দাম্মামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
সৌদির দাম্মামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ছবি: প্রতীকী

রিয়াদ: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে সড়ক দুর্ঘটনায় আল মামুন (১৮) নামে এক বাংলাদেশি মারা গেছেন।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ধনকোড়া এলাকার বাসিন্দা আল মামুন ২৫ থেকে ২৬ দিন আগে সৌদি আরবে এসেছিলেন বলে জানা গেছে।



রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫ টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দাম্মামের শেরাটন হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

আল মামুনের ভগ্নিপতি নুরুন নবী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি দাম্মাম সেন্ট্রাল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ