ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি পৌঁছেও হজ অনিশ্চয়তায় ৪৫ বাংলাদেশি

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
সৌদি পৌঁছেও হজ অনিশ্চয়তায় ৪৫ বাংলাদেশি (ফাইল ফটো)

রিয়াদ: হজের আনুষ্ঠানিকতা শুরুর আর মাত্র একদিন বাকি থাকলেও এখনো হজ কার্ড পাননি মাকাম হজ গ্রুপের মাধ্যমে হজের উদ্দেশ্যে সৌদি আরবে আসা ৪৫ বাংলাদেশি।

মাকাম হজ গ্রুপের মাধ্যমে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি জানান, এজেন্সির চাহিদা অনুযায়ী তিন লাখ ৪০ হাজার টাকা দিয়ে হজ পালনের জন্য সৌদি আরবে এসেছি।

আগামীকাল (সোমবার, ২১ সেপ্টেম্বর) মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত হজ কার্ড হাতে পাইনি। হজ কার্ড না পেলে তো হজ করা সম্ভব হবে না।

সমস্যার কথা স্বীকার করে মাকাম হজ গ্রুপের মোয়াল্লেম এনায়েত (নেয়ামত) বাংলানিউজকে বলেন, বিষয়টি সরকার দেখছে।

টাকা নিয়েছেন আপনারা সরকার দেখবে কেনো? এমন প্রশ্নের উত্তরে কোনো সদুত্তর দিতে পারেননি মাকাম হজ গ্রুপের মোয়াল্লেম এনায়েত।

এ বিষয়ে জানতে হজ প্রশাসনিক দলের উপনেতা ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীরকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
 
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমএএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ