ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

হজে ৯৩৭ নম্বরে ফ্রি স্বাস্থ্যসেবা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
হজে ৯৩৭ নম্বরে ফ্রি স্বাস্থ্যসেবা

রিয়াদ: চলতি বছরে হজের ম‍ূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কা নগরীতে একত্রিত হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।



আর হাজিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টোল ফ্রি নম্বর চালু করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাজিদের জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রোববার (২০ সেপ্টেম্বর) থেকেই এ সেবা কার্যকর করা হয়েছে। ‍

সৌদি আরবের যে কোনো অপারেটরের মোবাইল থেকে ৯৩৭ নম্বরে কল দিয়ে পাওয়া যাবে স্বাস্থ্য সেবা।

কল ছাড়া এসএমএসেও এ সেবা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

শুধু তাই নয়, ২৪ঘণ্টা চালু এই নম্বরে কথা বলা যাবে আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি এবং তুর্কি ভাষায়।

২০১৫ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৩ লাখ ৭২ হাজার ১৪৮ জন হ‍াজি সৌদি আরব এসে পৌঁছেছেন। এরমধ্যে মারা গেছেন প্রায় ৩০০জন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ