ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

বাংলানিউজকে রাষ্ট্রদূত মসীহ

‘আহত ৮ বাংলাদেশি হাসপাতালে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
‘আহত ৮ বাংলাদেশি হাসপাতালে’ ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় মিনায় পদদলিতের ঘটন‍ায় মৃতদের মধ্যে এখনও কোনো বাংলাদেশি থাকার খবর পাওয়া যায়নি।

তবে এ পর্যন্ত আটজন হাজি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।



বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পদদলিত হওয়ার পরপরই উদ্ধার কর্মীরা হতাহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন। মক্কার একটি হাসপাতালে আমিও গিয়েছিলাম। সেখানে প্রায় ৩২টি মরদেহ আমি নিজে দেখেছি। তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি পাওয়া যায়নি। ’

‘তবে আহতদের মধ্যে ৮জন হাজিকে বাংলাদেশি বলে শনাক্ত করা হয়েছে। তাদের মক্কার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ’

এক প্রশ্নের জবাবে গোলাম মসীহ বলেন, ‘ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে মক্কা ও মিনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে আমাদের একজন প্রথম সচিবকে ঘটনাস্থলে পাঠ‍ানো হয়েছে। তিনিই বিষয়টি তদারকি করছেন। ’

‘তিনিও আমাকে মৃতদের মধ্যে কোনো বাংলাদেশি না পাওয়ার কথা জানিয়েছেন। তবে আমরা আরও খোঁজ-খবর নিচ্ছি,’ বলেন তিনি।

এর আগে দুপুরে মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে এ পর্যন্ত ৭১৭ জন হাজির প্রাণহানি ঘটে।

এরমধ্যে আরও ৮৬৩ জন হাজি আহত হয়েছেন বলে খবরে বলা হচ্ছে।
 
** মিনায় আহতদের কয়েকজন বাংলাদেশি

বাংলাদেশ সময়: ২০২৭ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
আরএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ