ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেদ্দায় যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলের সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে জেদ্দার স্থানীয় শিহাব ক্লিনিক অডিটোরিয়ামে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।



সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে মাহমুদুল হক ও আব্দুল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেদ্দা মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য কেফায়েত উল্লাহ্‌ চৌধুরী (সিআইপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেদ্দা মহানগর আহ্বায়ক কমিটি সদস্য মনিরুজ্জামান তপন, সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ও জেদ্দা মহানগর যুবদলের সভাপতি কয়েছ আহমেদ।

বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির একমাত্র পথ প্রবাস থেকে দুর্বার ও কঠোর আন্দোলন গড়ে তোলা। যুব সমাজকে ঐক্যবদ্ধ করে অবৈধ সরকারকে বিতাড়িত করে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের নির্বাচিত সরকার গঠন করতে হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল নেতা ফয়েজ তালুকদার, কর্মজীবী দল নেতা ইসমাইল হোসেন ইমন, মনির হোসেন, জিয়া, জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ