ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হেলাল তৃতীয়

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হেলাল তৃতীয় ফাইল ফটো

রিয়াদ: সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন তৃতীয় স্থান অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মক্কায় এই প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

বিশ্বের ৮০টি দেশের নবীন হাফেজদের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সৌদি আরব।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল। প্রধান বক্তা ছিলেন পবিত্র হারাম শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান আল সুদাইস। জাঁকজমকপুর্ণ এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন মঞ্চে থাকা অতিথিরা।
 
বাংলাদেশি হাফেজ হেলাল উদ্দিন ঢাকার যাত্রাবাড়ীতে উত্তর দনিয়ার প্রখ্যাত হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন উপজেলার গোবরদি বয়রাগাদী (নুরপুর) গ্রামের হাফেজ মাওলানা মো. মঈনুদ্দীন ও আলেমা মারুফা হোসাইনের ছেলে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ