ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেদ্দার ইলেক্ট্রো আঞ্চলিক শাখার অভিষেক

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেদ্দার ইলেক্ট্রো আঞ্চলিক শাখার অভিষেক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেদ্দার সানাইয়া শিল্পাঞ্চল ৬ ইলেক্ট্রো আঞ্চলিক শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।



সংগঠনের আহ্বায়ক বেলায়েত হোসেন সিকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম রাসেলের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মিন্টু।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা মার্শেল কবির পান্নু।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন ভুঁইয়া, কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক কোরবান আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান সর্দার রিপন, সাংগঠনিক সম্পাদক (জেদ্দা দক্ষিণ) তিতাস উপজেলা যুবলীগের সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম আতিক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস টিপু, প্রচার সম্পাদক মোহাম্মদ হারেছ, আঞ্চলিক কমিটির সদস্য সচিব বদ্দরোদ্দোজা বাদল প্রমুখ।

২০১৫-১৬ সালের জন্য আমজাদ হোসেনকে সভাপতি, রাকিবুল হাসান রাকিবকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ শাহাজালালকে সাধারণ সম্পাদক, নুর মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যকরী পরিষদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ