ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

বৃহস্পতিবারও বন্ধ থাকবে আল কাছিম এলাকার শিক্ষা প্রতিষ্ঠান

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বৃহস্পতিবারও বন্ধ থাকবে আল কাছিম এলাকার শিক্ষা প্রতিষ্ঠান

রিয়াদ: বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে মঙ্গল-বুধবারের মতো বৃহস্পতিবারও সৌদি আরবের আল কাছিম, বুরাইদা এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এদিকে, বৈরি আবহাওয়ার কারণে দুইদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলছে রিয়াদের সব শিক্ষা প্রতিষ্ঠান।
 
গত দুইদিন ধরে রিয়াদ, আল কাছিম, বুরাইদা ও এর আশপাশের এলাকায় থেমে থেমে ভারি বৃষ্টির কারণে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়।
 
বুধবার দুপুর থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
 
সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় অতিবৃষ্টি ও দমকা হাওয়ায় অনেক রাস্তা তলিয়ে যায়। এতে অন্তত আটজনের মৃত্যু হয়।  
 
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ