ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদির বাংলাদেশ দূতাবাসে অভিবাসী দিবসের কর্মসূচি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
সৌদির বাংলাদেশ দূতাবাসে অভিবাসী দিবসের কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নানা কর্মসূচি হাতে নিয়েছে।

দিবসটি উপলক্ষে আগামী রোববার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় রিয়াদের ২১ নম্বর এক্সিটের (বাংলা স্কুল সংলগ্ন) বাংলাদেশ দূতাবাসের শিফা কার্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।



বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে রিয়াদ ও আশপাশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ