ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি প্রবাসী সাংবাদিক ফোরামের বিজয় মেলার প্রস্তুতি সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
সৌদি প্রবাসী সাংবাদিক ফোরামের বিজয় মেলার প্রস্তুতি সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) উদ্যোগে আগামী ১১ ডিসেম্বর ২০১৫ অনুষ্ঠিত হতে যাওয়া বিজয় মেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) রাতে রিয়াদের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রসাফ সভাপতি মোহাম্মদ আবুল বশির।



সভায় মেলা বাস্তবায়নের সবশেষ অগ্রগতি এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা মেলা সুন্দর এবং সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আগামী ১১ ডিসেম্বর রিয়াদের আল কাছিম রোডস্থ আল নাখিল ইস্তেরাহাতে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দিনব্যাপী বিজয় মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে। বর্তমানে মেলার স্টল বরাদ্ধ চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ