ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

ডিসেম্বরের প্রথম প্রহরে জেদ্দায় শিখা প্রজ্জ্বলন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
ডিসেম্বরের প্রথম প্রহরে জেদ্দায় শিখা প্রজ্জ্বলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম প্রহরে জেদ্দা আওয়ামী পরিবারের সকল সংগঠনের উদ্যোগে কনস্যুলেট প্রাঙ্গণে শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (৩০নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টা ০১ মিনিটে (সৌদি আরব সময় রাত ৯টা ০১মিনিট) কনস্যুলেট প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।



আওয়ামী পরিষদ জেদ্দার ভারপ্রাপ্ত সভাপতি আরিফ ভুইয়া, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, সরতাজুল আলম দিপু, শেখ ফজলুল কবির ভিকু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দার সভাপতি আব্দুল জলিল ব্যাপারী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজী, ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আউয়াল,বঙ্গবন্ধু পরিষদ সভাপতি কাজী আমিন আহমেদ,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মার্শাল কবির পান্নু,  শ্রমিক লীগের সভাপতি হুমায়ূন কবির, মোহাম্মদ ওয়াজিউল্লাহ, শেখ শফিকুর রহমান,কোরবান আলী বিশ্বাস, সুরুজ মোল্লা, আতাউর রহমানসহ বিপুল সংখ্যক প্রবাসীরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ০১,২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ