ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে আ’লীগের বিজয় দিবসের প্রস্তুতি সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
রিয়াদে আ’লীগের বিজয় দিবসের প্রস্তুতি সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে প্রস্তুতি সভা করেছে রিয়াদ মহানগর আওয়ামী লীগ।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে রিয়াদের হারা’র একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদ ফারুক।



রিয়াদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ভুঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সংগঠনের রিয়াদ মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন, ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদ, রিয়াদ মহানগর  যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রবাসী লাকসাম মনোহরগঞ্জ আওয়ামী লীগ সভাপতি মাসুদ পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বপন, যুবলীগ নেতা নিজাম উদ্দিন নাজিম, প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রবাসী শিবচর আওয়ামী লীগ সভাপতি মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক কহিনুর আলম প্রমুখ।

সভায় মহান বিজয় দিবস উদযাপনের বিভিন্ন দিক ও করণীয় নিয়ে আলোচনা হয়।

রিয়াদ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ