ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দা হাইয়াল রোদা খালেদিয়া বিএনপির অভিষেক

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
জেদ্দা হাইয়াল রোদা খালেদিয়া বিএনপির অভিষেক

রিয়াদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৌদি আরবের জেদ্দা মহানগরের অন্তর্ভুক্ত হাইয়াল রোদা খালেদিয়ার নবগঠিত অঞ্চল কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (০৪ ডিসেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই অভিষেক অনুষ্ঠান।



সংগঠনের সভাপতি সেলিম পাটোয়ারীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাকিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।
 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ কিসমত (সিআইপি), সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন, পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি মো.ইসমাইল ইমন, জিয়া পরিষদ সভাপতি গিয়াস উদ্দীন, জেদ্দা মহানগর যুবদল সভাপতি কয়েস আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুল আলম প্রমুখ।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কামাল উদ্দিন, মোস্তাক আহমেদ, মিন্টু, আকতার, আমিনুল ইসলাম, লুৎফুর রহমান।

প্রধান অতিথি নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের দেশের আন্দোলন সংগ্রামে দেশনেত্রীর ডাকে সকল কর্মসূচিতে যার যার পরিবার পরিজনকে সম্পৃক্ত হবার জন্য উৎসাহিত করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ