ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

দু’দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন বিবি গভর্নর

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
দু’দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন বিবি গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান

রিয়াদ: দু’দিনের সরকারি সফরে সোমবার (০৭ ডিসেম্বর) সৌদি আরব আসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. আবুল হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি বলেন, সোমবার (০৭ ডিসেম্বর) রাতে জেদ্দায় বিভিন্ন দেশের গভর্নরদের সম্মানে সৌদি আরাবিয়ান মানিটারি এজেন্সির (সামা) নৈশভোজে অংশ নেবেন আতিউর রহমান।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) জেদ্দায় আইডিবির আইএফএসবির ২৭তম অধিবেশনে যোগ দেবেন গভর্নর।

এছাড়াও গভর্নরের মালয়েশিয়া ভিত্তিক ফিন্যান্সিয়াল ব্যুরো কাউন্সিলরের একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

পবিত্র ওমরাহ পালন শেষে আগামী (০৯ ডিসেম্বর) তার দেশে ফেরার কথা রয়েছে বলেও জানিয়েছেন কাউন্সিলর ড. আবুল হাসান।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ