ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় আরএ গণির মাগফেরাত কামনা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
জেদ্দায় আরএ গণির মাগফেরাত কামনা ড. আর এ গণি

রিয়াদ: প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ নেতা ড. আর এ গণির মাগফেরাত কামনায় সৌদি আরবের জেদ্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি)  জেদ্দায় আজিজিয়া কাবাবিশ রেস্টুরেন্টে ড. আরএ গণির স্মরণ সভায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।

সৌদি পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র প্রধান উপদেষ্টা আব্দুর রহমান।

অণ্যদের মধ্যে আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম,সিরাজুল ইসলাম, সেলিম রেজা, গিয়াস উদ্দীন, ইঞ্জিনিয়ার ন‍ুরুল আমীন, এরশাদ, মইন আহমেদ,  কায়াস আহমেদ, মোহাম্মদ হারুন, রফিকুল ইসলাম জসিম, এমদাদ হোসেন আনসারি, রফিকুল ইসলাম চৌধুরী, ইমন ইসমাইল, মুফিজুল আলম, ইসমাইল আজাদ সফন, ফয়েজ আহমেদ, বাহার উদ্দিন বাদল, জিয়াউল হক জিয়া,মাওলানা রফিক, সোয়েব আহমেদ,নাছির উদ্দিন,কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রহিম।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ