ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
জেদ্দায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা জিয়াউর রহমান

রিয়াদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদিআরবের জেদ্দায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে স্থানীয় কাবাবিশ রেস্টুরেন্টে বিএনপি ও এর সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, গিয়াস উদ্দীন, এস এম সেলিম রেজা, মোহাম্মদ হারুন , ইঞ্জিনিয়ার নরুল আমীন,এরশাদ আহমেদ,ইমন ইসমাইল,কয়েস আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। কিন্তু  আজকে আওয়ামী লীগ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রকে বাংলাদেশ থেকে চিরতরে নির্বাসনে পাঠিয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন-বাহার উদ্দিন বাদল, মাইন উদ্দিন আহমেদ, আনোয়ার জাহিদ, রফিকুল ইসলাম জসিম,এমদাদ হোসেন আনসারি, রফিকুল ইসলাম , ইকবাল হোসেন, রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ