ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
রিয়াদে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রিয়াদ: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৌদি আরব প্রবাসী গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রিয়াদের শাহরজাদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান।



ফোরামের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম নিহনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিয়াদ দূতাবাসের কর্মকর্তা রাসেল হোসাইন, সাহিত্যিক ফিরোজ খান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ডাক্তার জাকিউল হাসান, শিক্ষক আব্দুস সাত্তার, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি শাখার পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদস্য গোলাম মোস্তফা, সাবেক সদস্য ওয়াহিদুজ্জামান, সমাজসেবক আফসারুল আলম, সাংবাদিক ও কলামিস্ট আব্দুল আজিজ মীর প্রমুখ।

সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ওমর শরীফ তালুকদারের করা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাংগঠিক সম্পাদক এমএইচ প্রিন্স, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, ইংলিশ স্কুলের অভিভাবক প্রকৌশলী মজনু, বাংলা স্কুলের অভিভাবক জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি শাখার আইজিসিএসই পরীক্ষায় গোল্ড মেডেল প্রাপ্ত ১৩ কৃতি শিক্ষার্থী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৯ মেধাবী শিক্ষার্থী, ৩ জন সিনিয়র সাংবাদিক এবং ৫ জন কবি-সাহিত্যিককে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

কবি সাহিত্যিকদের মধ্যে বিশেষ সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন- ফিরোজ খান (রিয়াদ), শাহজাহান চঞ্চল (রিয়াদ), মসীহ সিরাজ (রিয়াদ), অলিয়ার রহমান (তাবুক), এস আর সাইফুল (জিজান), এবং আব্দুর রাজ্জাক শিপন (আল খারজ)।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে ভাষা দিবসের গান এবং কবিতা আবৃতি। মঞ্চের পাশে নির্মাণ করা হয় একটি অস্থায়ী শহীদ মিনার। সেখান ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ