ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
রিয়াদে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ছবি: প্রতীকী

সৌদি আরব: সৌদি আরবের রিয়াদের ওলাইয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত আছেন দুইজন।



শনিবার (০৫ মার্চ) সন্ধ্যায় দূতাবাস থেকে বাংলানিউজকে এ দুর্ঘটনার খবর জানানো হয়।

নিহতদের মরদেহ স্থানীয় সেমুসি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা হলেন, এরশাদ আলী, নুরুল ইসলাম, আবুল হোসেন, সোহেল মিয়া ও নান্নু মিয়া। আহত দুইজন হচ্ছেন কানু ও মনির।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার বাংলাদেশিরা পরিচ্ছন্নকর্মী। সকালে কাজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬/আপডেট ১৯৪৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ