ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে বাংলাদেশি তরুণের মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
রিয়াদে বাংলাদেশি তরুণের মৃত্যু

রিয়াদ: বাসার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত সৌদি প্রবাসী বাংলাদেশি তরুণ মোহাম্মদ ইউনুস (২৪) মারা গেছেন।

রোববার (১০ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে রিয়াদের সেমুসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ১৭ মার্চ বাসার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

রিয়াদে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার শিক্ষার্থী ইউনুসের এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

রিয়াদ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ ইমদাদুল হক বাংলানিউজকে জানান, ওই দুর্ঘটনার কারণে ইউনুস পরীক্ষায় অংশ নিতে পারেননি।

রিয়াদ বাংলাদেশ স্কুলের অপর এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে জানান, ইউনুস প্রায়ই বেশি রাত করে বাসায় ফিরত। তার এমন আচরণের কারণে বাসার গেট বন্ধ করে রাখতো তার পরিবার। বিকল্প পথে প্রবেশ করতে গিয়ে গত ১৭ মার্চ তৃতীয় তলার ছাদ থেকে পড়ে যায় সে। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ইউনুসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুদিন সেমুসি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বাসায় নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু রোববার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারো হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ