ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

প্রবাসেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া 

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
প্রবাসেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও লেগেছে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া।

নিজেদের প্রার্থীদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদের নিয়ে সভা করেছেন প্রার্থীদের স্বজনরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ১নং ফুলবাড়ীয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক মাষ্টারের (আনারস)  পক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৭ মে শনিবার অনুষ্ঠিত হবে এই ইউনিয়নের ভোট গ্রহণ।  

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) রিয়াদ শাখার সভাপতি ডাক্তার এমারত হোসেন এতে সভাপতিত্ব করেন।

ফুলবাড়ীয়ার আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মাস্টারের সভায় আসা রাসেল আহমেদ বাংলানিউজকে বলেন, আমাদের ইউনিয়নে এমন কোনো বাড়ি নেই যেখানে উনার (রাজ্জাক মাস্টার) অন্তত একজন ছাত্র নেই। আমরা চাই উনার মতো সৎ এবং পরিশ্রমী মানুষ আমাদের ইউনিয়নের নেতৃত্বে আসুক। আর সে উদ্দেশ্যকে সামনে রেখেই আজকে এখানে আসা।

শুধু ফুলবাড়ীয়ার রাজ্জাক মাস্টারই নয়, প্রবাসে বিভিন্ন এলাকার প্রার্থীদের সমর্থনে এরকম সভা সমাবেশ হতে দেখা যায়।

এই ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা), বিএনপি (ধানের শীষ), স্বতন্ত্র দুইজন আনারস এবং মোটর সাইকেল প্রতীক নিয়ে মোট চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

প্রবাসীদের বিশ্বাস তাদের পছন্দের প্রার্থীরা নির্বাচনে জয়ী হলে নির্বাচিত প্রতিনিধিরা তাদের স্বার্থরক্ষায় ভূমিকা পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ