ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

চার মাসের বেতন বাকি রেখে ৫০ হাজার শ্রমিক ছাঁটাই

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
চার মাসের বেতন বাকি রেখে ৫০ হাজার শ্রমিক ছাঁটাই

রিয়াদ: চার মাসের বেতন পরিশোধ না করেই ৫০ হাজার শ্রমিকের এক্সিট ভিসা (একেবারে প্রস্থান) ইস্যু করেছে সৌদি আরবের সর্ববৃহ‍ৎ কনস্ট্রাকশন কোম্পানি বিন লাদেন।

এদিকে বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত সৌদি আরব ত্যাগ না করার সিদ্ধান্ত জানিয়েছে শ্রমিকরা।

বেতন পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো কোম্পানির প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে তারা।

শুক্রবার (২৯ এপ্রিল) আল ওয়াতান অনলাইন পত্রিকার বরতা দিয়ে খবরটি প্রকাশ করেছে জেদ্দা ভিত্তিক জাতীয় দৈনিক সৌদি গ্যাজেট। তবে শ্রমিকরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

বর্তমান সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তরণের জন্য ৫০ হাজার শ্রমিককে একেবারে দেশে ফেরৎ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

সংবাদ মাধ্যমটি আরও জানায়, এমন শ্রমিক আছে যারা গত ছয় মাস ধরে বেতন পায় না। অন্যের কাছে ঋণ নিয়ে জীবন যাপন করছে।

এ প্রসঙ্গে বিন লাদেন কোম্পানির একটি সূত্র জানায়, ১৫ হাজার বিদেশি ও সৌদি শ্রমিক এবং প্রকৌশলীদের এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এনএইচএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ