ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

‘বিন লাদেনে' চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ, বাসে আগুন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, মে ২, ২০১৬
‘বিন লাদেনে' চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ, বাসে আগুন

রিয়াদ: সৌদি আরবের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান 'বিন লাদেন গ্রুপ' ৫০ হাজার বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর মক্কায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।

 

চাকরিচ্যুত শ্রমিকদের অন্তত চার মাসের বেতন বকেয়া রেখেই সৌদি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে শ্রমিকেরা।

আন্দোলনের দ্বিতীয় দিনে শনিবার(৩০ এপ্রিল) রাতে বিন লাদের গ্রুপের মক্কার অফিসে বিক্ষোভের পর তাদের একটি বাসের ডিপোটে আগুন দেয় বিক্ষোভকারীরা। এতে অন্তত সাতটি বাস পুড়ে যায়।

আর্থিক সংকটের কারণে বিন লাদেন গ্রুপ গত শুক্রবার তাদের ২৫ শতাংশ শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয়। চার-পাঁচ মাসের বেতন বকেয়া রেখেই ৫০ হাজার শ্রমিকের হাতে এ সংক্রান্ত চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে।

'বিন লাদেন গ্রুপ' লাদেন পরিবারের মাধ্যমে পরিচালিত হয় এবং ক্ষমতাসীন আলে সৌদ পরিবারের সঙ্গে এ গ্রুপের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিন লাদেন গ্রুপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নির্মাণ প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত।

ছাটাইকৃত শ্রমিকদের মধ্যে অন্তত ১০ ভাগ বাংলাদেশি আছে বলে জানা গেছে। তবে, এটা অস্বীকার করে নামপ্রকাশে অনিচ্ছুক জেদ্দা কনস্যুলেটের একজন কর্মকর্তা রোববার( ০১ মে) সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, ‘আমরা প্রতিনিয়ত খোঁজ খবর রাখছি। সেখানে বাংলাদেশি নাই। ’

ছাটাইকৃত শ্রমিকদের মধ্যে অধিকাংশই ইন্ডিয়ান নাগরিক বলেও জানান ওই কর্মকর্তা।
১৯৩১ সালে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার প্রয়াত প্রধান বিন লাদেনের বাবা শেইখ মোহাম্মাদ বিন লাদেন এটি প্রতিষ্ঠা করেন। ওসামা বিন লাদেনের পরিবারের দাবি, তারা ১৯৯০'র দশকেই আল-কায়েদা নেতার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে। বিন লাদেন গ্রুপ সৌদি আরবের জেদ্দায় 'কিং আব্দুল আজিজ বিমান বন্দর'-সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছে। এ প্রতিষ্ঠানে বহু বাংলাদেশি শ্রমিকও কাজ করেন।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, মে ০২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ