ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় প্রবাসী শ্রমিকলীগের মে দিবস পালন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মে ১০, ২০১৬
জেদ্দায় প্রবাসী শ্রমিকলীগের মে দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: নানা কর্মসূচির মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দায় মে দিবস পালন করেছেন প্রবাসী শ্রমিক লীগ নেতাকর্মীরা।

সম্প্রতি জেদ্দার হোটেল লিমারে জাতীয় শ্রমিক লীগ জেদ্দা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মসূচি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমিকরা মাথার ঘাম পায়ে পেলে অর্থ উপার্যন করছেন। আর সে টাকা দেশে পাঠানোয় আজ দেশ নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। দেশকে এ পর্যায়ে নিয়ে আসা শ্রমিকদেরই অবদান। যুগ যুগ ধরে শ্রমিকরা বিভিন্ন দেশে গিয়ে ঘাম জড়িয়ে টাকা রোজগার করছেন। তাদের টাকায় সচল তাকে দেশের অর্থনীতির চাকা।  

জেদ্দা জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক শাখার সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজ এন আমিনের  সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সৌদি আরব পশ্চিমাঞ্চল শ্রমিকলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন আনোয়ার, জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী আমিন আহমেদ, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মার্শাল কবির পান্নু, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সাহাবুদ্দিন।
 
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেদ্দা ফ্রেন্ডস অব বাংলাদেশের মো. ওয়াজিউল্লাহ, দেলোয়ার সরকার, শেখ ফজলুল করিম ভিকু, কাজী নিয়ামুল বশির, মোহাম্মদ হারুন, আবুল হোসেন কবিরাজ, আবুল কালাম আজাদ, রূহুল আমিন টিপু ও সেলিম আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ