ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রমজানে সৌদিতে তাপমাত্রা হবে ৪২-৪৫ ডিগ্রি সে.

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুন ৫, ২০১৬
রমজানে সৌদিতে তাপমাত্রা হবে ৪২-৪৫ ডিগ্রি সে.

রিয়াদ: আসন্ন রমজান মাসে মরুভূমির দেশ সৌদি আরবে তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

দেশটির আবহাওয়া ও জেনারেল কমিশন ফর মেট্রোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন শনিবার (০৪ জুন) এ তথ্য জানিয়েছে।

সরকারি এ সংস্থাটি আরও জানায়, রোজার সময় দিনের বেলা প্রচণ্ড গরম থাকলেও রাতে সেটা সহনীয় পর্যায়ে নেমে আসবে।

এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখার উপর নির্ভর করে আরবী মাসের ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।

সুপ্রিম কোর্ট এক বিবৃতির মাধ্যমে সৌদি আরবের সব নাগরিকের প্রতি রোববার (০৫ জুন) সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখামাত্র তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়।

২৯ শাবান চাঁদ দেখা না গেলে, আগামী ৭ জুন মঙ্গলবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এমজেডআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ