ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত, আহত ৫

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত, আহত ৫

রিয়াদ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

মঙ্গলবার (২৮ জুন) ভোরে তায়েফ রিয়াদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার চিওড়া ইউনিয়েনের তেলিগ্রামের আমিরুল ইসলামের ছেলে আলাউদ্দীন ওরফে সাব্বির (২৮) ও একই উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের  মো. রিপন (২৯)।

জেদ্দায় বাংলাদেশ কন্স্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মস্থলে কাজ শেষ করে তায়েফ থেকে সড়ক পথে রিয়াদে ফেরার পর এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দ‍ূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, আমরাও দুর্ঘটনার খবর শুনেছি।

বিস্তারিত খোজ-খবর নেওয়ার জন্য দূতাবাসের পক্ষ থেকে রিয়াদের সেমুসি হাসপাতালে লোক পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ