ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে ৬ জুলাই ঈদ হওয়ার সম্ভাবনা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
সৌদিতে ৬ জুলাই ঈদ হওয়ার সম্ভাবনা

রিয়াদ: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার (৬ জুলাই) পবিত্র ইদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

মহাকাশ বিজ্ঞানী সংগঠনের আরব ইউনিয়নের সদস্য ডক্টর খালেদ আল জাক বলেন, চলতি বছর রমজান মাস ৩০দিন প‍ূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সে হিসেবে আগামী ৬ জুলাই আরব বিশ্বে ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (২৮ জুন) জেদ্দা ভিত্তিক জাতীয় দৈনিক সৌদি গেজেট খালেদ আল জাকের উদ্বৃতি দিয়ে এ খবর জানিয়েছে।

তিনি আরো বলেন, চলতি বছরের চেয়ে আগামী বছর রমজানে তাপমাত্রা তুলনামুলক কম থাকবে। রমজান ধীরে ধীরে শীত মৌসুমের দিকে এগুচ্ছে। আগামী ১০ বছর পর শীতের সুন্দর আবহাওয়ায় রোজা পালন করা যাবে।
 
বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ