ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের আলোচনা সভা ও ইফতার

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের আলোচনা সভা ও ইফতার

রিয়াদ: পবিত্র মাহে রহমানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)।

শনিবার (২ জুলাই) রিয়াদের আল মারজান কফি হাউজে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রসাফ সভাপতি মোহাম্মদ আবুল বশির।



সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদস্থ কুমিল্লা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি ও রিয়াদ মহানগর আওয়ামীলিগের সহ সভাপতি মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা মেডিক্যাল ক্লিনিকের চেয়ারম্যান জামরুল ইসলাম, প্রবাস বাংলা মিডিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান খান, পরিচালক প্রকৌশলী নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ বেলাল হোসাইন, সাহাবুদ্দিন ফরাজী, প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সভাপতি ইয়াকুব চৌধুরী প্রমুখ।

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, দপ্তর সম্পাদক আব্দুল হালিম নিহন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল ভুট্টু,  সাংবাদিক আরিফ মৃধা, মাসুদ পারভেজ খানসহ রিয়াদের বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।  

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ