ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

আহতদের দেখতে হাসপাতালে মদিনার গভর্নর

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
আহতদের দেখতে হাসপাতালে মদিনার গভর্নর

রিয়াদ: সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন গভর্নর যুবরাজ ফয়সাল বিন সালমান।

সোমবার (৪ জুলাই) ঘটনার কিছুক্ষণ পরেই মদিনার আল আনসারী হাসপাতালে ছুটে যান তিনি।

সেখানে ফয়সাল বিন সালমান আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

স্থানীয় এক সংবাদপত্র জানাচ্ছে, মদিনায় মসজিদে নববীর সামনে পুলিশ চেকপোস্টের সীমানার মধ্যে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে চার পুলিশ নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে আরো ২ জন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়।

** মদিনায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ