ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে স্থানীয় হজ প্রত্যাশীদের খরচ কমলো

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
সৌদিতে স্থানীয় হজ প্রত্যাশীদের খরচ কমলো

রিয়াদ: গত বছরের তুলনায় চলতি বছর সৌদি আরবের আভ্যন্তরীণ বা স্থানীয় হজ প্রত্যাশীদের করচ কমছে ১ হাজার ১১৮ রিয়াল। এ বছর লো ফেয়ার হজ প্যাকেজের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৪ হাজার ১৩২ রিয়াল।

যা গতবছর ছিলো ৫ হাজার ২৫০ রিয়াল।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় সূত্রে মঙ্গলবার (১২ জুলাই) এ তথ্য জানা যায়।

এক ঘোষণায় জানানো হয়, চলতি হজ মৌসুমে মোট ছয়টি লো কস্ট হজ প্যাকেজের মাধ্যমে সৌদি আরব থেকে হজে অংশ নেওয়া যাবে। প্যাকেজগুলো হচ্ছে ‘এ১’- ৪ হাজর ১৩২ রিয়াল, ‘এ২’- ৪ হাজার ০৭০ রিয়াল, ‘বি’- ৪ হাজার ০০৭ রিয়াল, ‘সি’-৩ হাজার ৮৮২ রিয়াল, ‘ডি’- ৩ হাজার ৭৫৭ রিয়াল এবং ‘ই’ ক্যাটাগরিতে ৩ হাজার ৫৩২ রিয়াল।

এই খরচের মধ্যে যাতায়াত এবং মাসাহের ট্রেন (মিনা থেকে আরাফা, মুজদালিফা যাতায়াত) অন্তর্ভুক্ত থাকবে।

এ বছর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর ১ মাস আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ পালনের উদ্দেশ্যে মুসলমানরা সৌদি আরব আসতে শুরু করেন। সৌদি সরকার ইতোমধ্যে হজ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ থেকে ৩০ লক্ষ মুসলমান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব আসেন।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, জুলাই ১৩, ২১০৬
টিআই  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ