ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

তারেক রহমানের রায়ের প্রতিবাদের দাম্মাম বিএনপির সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
তারেক রহমানের রায়ের প্রতিবাদের দাম্মাম বিএনপির সভা

রিয়াদ: বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালতের দেওয়া সাজা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম কেন্দ্রীয় বিএনপি।

স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) রাতে দাম্মামের আল খাইয়াম অডিটরিয়ামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিপন।

সভায় বক্তব্য রাখেন বিএনপি দাম্মাম প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শওকত কামাল, উপদেষ্টা আব্দুল হাই, বিএনপি দাম্মাম মহানগর সভাপতি ইউসুফ আলী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নিয়ামত উল্লাহ্, দাম্মাম মহানগর সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক জসীম উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন সাগর, আল-খোবার জেলা বিএনপির সদস্য সচিব নূর সাফা টিপু, যুগ্ম-আহ্বায়ক আবুল খায়ের, দাম্মাম কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শরীফ মাহমুদ দূর্জয় প্রমুখ।

প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহিম উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক কাশেম মাহমুদ, মহানগর আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম আকাশ, আ. হান্নান, জাকির হোসেন, জসীম উদ্দিন, মিজানুর রহমান, মো. হাবীব, আল-আমিন, আতিক শিকদার, মো. মাসুম, মো. সোহেলসহ মহানগর অর্ন্তভুক্ত ২য় শিল্পাঞ্চল, আল-বাদিয়া, আল-রাবিয়া, আল-টয়োটা, নাবিয়া, খেরাজ,আল-আমরা, আল-কাতিফ, খোদারিয়া, সিকো মার্কেট, আল-দোয়াসেরসহ আরো অনেক ইউনিট কমিটির নেতারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ