ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

দেশে ফিরেছেন ৮৬ হাজার হাজী

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
দেশে ফিরেছেন ৮৬ হাজার হাজী

সৌদি আরব: চলতি বছর পবিত্র হজ পালন শেষ দেশে ফিরেছেন ৮৫ হাজার ৯৪৯ জন বাংলাদেশি হাজী। সৌদি এয়ার লাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১২৯টি ফ্লাইটের মাধ্যমে তারা দেশে ফিরে আসেন।

শুক্রবার (১৪ অক্টোবর) মক্কা হজ মিশন স‍ূত্র বাংলানিউজকে বিষয়টি জানিয়েছে।

আগামী ১৭ অক্টোবর শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। এ সময়ের মধ্যে সব বাংলাদেশি হাজি দেশে ফিরবেন বলে আশা করছে হজ অফিস।

এদিকে, এ বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরব এসে এ পর্যন্ত (১৪ অক্টোবর) মারা গেছেন ৮৩ বাংলাদেশি। এদের মধ্যে ৬২ জন পুরুষ এবং ২১ জন নারী। মক্কায় ৬২, মদীনায় ১৪, মিনায় ৫ এবং জেদ্দায় মারা গেছেন ২ জন।

এ বছর সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশে সৌদি আরব এসেছিলেন।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ