ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রিয়াদের আল খারিজে দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
রিয়াদের আল খারিজে দুই বাংলাদেশির মৃত্যু

রিয়াদ: সৌদি আরবের রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দ‍ূরবর্তী শহর আল খারিজে পুরাতন ভবনের ছাদ ধসে দুই বাংলাদেশি মারা গেছেন।

শনিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁদিরপুর ইউনিয়নের ছলিমুদ্দিন ঢালীর ছেলে জসিম উদ্দিন ঢালী। অপরজন কুষ্টিয়া জেলার অরুণ।

নিহত জসিম উদ্দিনের ভাগ্নে হেমায়েত বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

জানা গেছে, ওই ভবনের রঙের কাজ করতে করা অবস্থায় ছাদ ধসে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ রিয়াদের সেমুসী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ