ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরবে দুই বাংলাদেশির গলা কাটা মরদেহ উদ্ধার

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
সৌদি আরবে দুই বাংলাদেশির গলা কাটা মরদেহ উদ্ধার

রিয়াদ: সৌদি আরবের রিয়াদে দুই বাংলাদেশির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেলে আল সাহাবিয়া মল এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- লক্ষীপুরের রামগঞ্জের আব্দুল হাই এবং একই থানার জসিম উদ্দিন। তারা দুইমাস আগে কাজের জন্য সৌদি আরব এসেছিলেন।

এ বিষয়ে রিয়াদ দূতাবাসে যোগাযোগ করা হলে প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান বলেন, এমন একটি খবর আমরা শুনেছি। সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।  

প্রতিবেশিরা জানান, আব্দুল হাইকে খুন করেছে জসিম উদ্দিন। খুন করার পর তিনি নিজেই আত্মহত্যা করেন। জসিম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তারা।

এদিকে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬/আপডেট ২২৪৪ ঘণ্টা্
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ