ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

যুবরাজ তুর্কির দাফন সম্পন্ন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
যুবরাজ তুর্কির দাফন সম্পন্ন

সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ভাই যুবরাজ তুর্কি বিন আব্দুল আজিজ আল সৌদের দাফন সম্পন্ন হয়েছে।

রিয়াদ: সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ভাই যুবরাজ তুর্কি বিন আব্দুল আজিজ আল সৌদের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রিয়াদের আল ওউদ কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বাদ আসর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এতে ইমামতি করেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

যুবরাজ মুকরিন, যুবরাজ আহমাদ, যুবরাজ বানদার, যুবরাজ আব্দুল্লাহ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ, ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, বিভিন্ন প্রদেশের আমির, মন্ত্রী পরিষদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

রাজকীয় ফরমানের উদ্বৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়,  শুক্রবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যুবরাজ তুর্কি।

যুবরাজ তুর্কি ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ