ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত নিহত দুই বাংলাদেশি যুবক

কাতারের আল সোমাল রোডে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন চট্টগ্রামের মীরসরাইয়ে সামসুদ্দীন রিয়াদ চৌধুরী। তবে অন্যজনের নাম জানা যায়নি।

তার বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।

নিহতদের মরদেহ বর্তমানে কাতারের ওয়াকরা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত রিয়াদের পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবার নাম বাহার চৌধুরী। চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলি নগরে তার বাড়ি। রিয়াদ দীর্ঘদিন ধরে কাতারের আল খোর এলাকায় কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ