ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

চাপালিশ গাছে বানরের খেলা!

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
চাপালিশ গাছে বানরের খেলা! ছবি: ডিএইচ বাদল, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে: সার্কাস ছাড়াও দেশের সব জেলাতেই কম-বেশি বানরের খেলা দেখা যায়। কিন্তু গাছে গাছে বন্য বানরের খেলা- সত্যিই মনোমুগ্ধকর ব্যাপার।

তবে শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে এটি হরহামেশার ঘটনা।

খুব সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে ৩০ মিনিটের ট্রেইল (বন বিভাগের দেওয়া নাম) ধরে হাঁটলেই চাপালিশ গাছে বানরের খেলার দৃশ্য দেখা যায়।

জাতীয় এই উদ্যানের জায়গায় জায়গায় রয়েছে চাপালিশ গাছ। এ গাছে এক ধরনের ফল হয়, দেখতে কাঁঠালের মতোই। প্রায় ৮০ থেকে ১০০ ফুট উ‍ঁচু চাপালিশ গাছের ডালে ডালে ঝুলে থাকতে দেখা যায় বিভিন্ন প্রজাতির বানরকে। দূর থেকে প্রথমে দেখে মনে হয় বাদুর। কাছে যেতেই দেখা যায় বিশাল বিশাল বানর এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি করছে। মানুষের উপস্থিতি টের পেলে এরা লাফালাফি আরো বাড়িয়ে দেয়। ওপর থেকে চাপালিশ ফল খেয়ে গায়ে ফেলতে থাকে উচ্ছিষ্ট।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে রয়েছে খাটোলেজি বানর, লজ্জাবতী বানর, রেসাস বানর, চশমাপরা বানর। প্রাকৃতিক পরিবেশে থাকায় স্বাস্থ্য যেমন ভালো, তেমনি চালাক এসব বানর।

বনের ভেতরে গিয়ে দেখা গেছে, গাছে বানরের এই লাফালাফি ও ফল খেয়ে গায়ে ছুড়ে মারা দৃশ্য অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন।

বানরের এ লাফালাফি দেখে দূর থেকেই মায়া হরিণ ডাকতে শুরু করে। বনের ভেতরের এ পরিবেশ সত্যি উপভোগ্য।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬

এসএম/এটি/এএসআর

আরও পড়ুন...

** পানি নয়, সাতছড়ির ছড়ায় এখন শুধুই বালু

**প্রকৃতিপ্রেমিদের জন্য অনন্য সাতছড়ি জাতীয় উদ্যান
** ভাড়াউড়া লেকের সৌন্দর্যে কালো মেঘ যোগাযোগ ব্যবস্থা
**লাউয়াছড়ায় ১৫ হেক্টরের মধ্যেই দর্শনার্থী সীমাবদ্ধ
**লাউয়াছড়ায় অর্থকরী ফসলের আত্মকথা
**নিভৃতে কাজ করে যাচ্ছেন মিহির কুমার দো

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ