ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

ট্যুরিজমকে ইকো ফ্রেন্ডলি করতে হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
ট্যুরিজমকে ইকো ফ্রেন্ডলি করতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টি হ্যাভেন রিসোর্ট (শ্রীমঙ্গল) থেকে: প্রকৃতি আর বন্যপ্রাণী রক্ষা করে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন সরীসৃপ গবেষক শাহরীয়ার সিজার।

শুক্রবার (২২ জুলাই) বাংলানিউজের ‘বছরজুড়ে দেশ ঘুরে: সিলেটে পর্যটন’ শীর্ষক বিশেষজ্ঞ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মত দেন।

চায়ের রাজধানী শ্রীমঙ্গলের ‍টি হ্যাভেন রিসোর্টে এ আলোচনার আয়োজন করা হয়েছে।

শাহরীয়ার সিজার বলেন, ট্যুরিজম সম্প্রসারণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও এগিয়ে যাচ্ছি আমরা। ইকো ট্যুরিজম গড়ে তোলার ক্ষেত্রে বন্যপ্রাণী ও পরিবেশকে রক্ষার বিষয়টি আগে ভাবতে হবে। এমনকি কতটুকু ইকো ফ্রেন্ডলি হবে তাও ভেবে দেখা উচিৎ। প্রাকৃতিক সৌন্দর্য অটুট রেখেই ইকোপার্ক গড়ে তুলতে হবে।

সরীসৃপ গবেষক শাহরীয়ার সিজার বলেন, উন্নয়ন আমাদের অবশ্যই করতে হবে। রাস্তা করলে ডেভেলপমেন্ট হবে। কিন্তু আগে উচিৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করা, পরে সিদ্ধান্ত নিতে হবে। প্রকৃতিকে নিজের মতোই চলতে দেওয়া উচিৎ।

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের উদাহরণ দিয়ে এই তরুণ গবেষক বলেন, প্রকৃতির ওপর নিয়ন্ত্রণের ফলে কক্সবাজার সমুদ্র তীরে বালি ও মাটি সরে যাওয়ায় সেখানকার ন্যাচারালিটি নষ্ট হয়ে গেছে।

‘এমনকি প্রকৃতিকে নিজের গতিতে চলতে দেওয়ার পাশাপাশি নিরাপদে থাকতে দিতে হবে বন্যপ্রাণীকেও। তবেই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। ’

এর আগে, সকাল সাড়ে ৯টায় বাংলানিউজের হেড অব নিউজ মাহমুদ মেননের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এ বিশেষজ্ঞ আলোচনা সভা।

পরে প্রোজেক্টরের মাধ্যমে সিলেটের পর্যটন সম্ভাবনা ও সমস্যা নিয়ে বাংলানিউজের বিভিন্ন প্রতিবেদন নিয়ে আলোচনা পর্ব পরিচালনা করেন বাংলানিউজের সিনিয়র আউটপুট এডিটর জাকারিয়া মন্ডল ও অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর আসিফ আজিজ।

আলোচনায় অংশ নেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের  চেয়ারম্যান  অধ্যাপক ড সৈয়দ রাশেদুল হাসান, অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, সহকারী অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  পুর কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম, সহযোগী অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার পর্যটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম মোশাররফ হোসেন, সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট-এর প্রধান সমন্বয়কারী আবদুল হাই আল হাদী, মৌলভীবাজার রেঞ্জের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, বন্যপ্রাণী গবেষক ও আলোকচিত্রী তানিয়া খান, ট্রাভেলার রিয়াসাদ সানভী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন সপ্তডিঙা সরবরাহের পরিচালক সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোবাশ্বির আলী মুন্না, সিলেট ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মো. ইউসুফ আলী, মানিক চাঁদ রুদ্র পাল, সৈয়দ রিফাত জামান রিজবী, ডিভিশনাল ট্যুর গাইড অ্যাসিয়েশনের  খালেদ হোসেন,  কামরান, আহাদ, শেখর রিজবী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ক্রেলের রিজওনাল কোঅর্ডিনেটর (নর্থ ইস্ট জোন) মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, ক্রেলের নর্থ ইস্ট জোনের কমিউনিকেশন অফিসার ইলিয়াস মাহমুদ, শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাসসহ আরও অনেকে।

দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের এ অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে শ্রীমঙ্গল ইন, টি হ্যাভেন রিসোর্ট, ইস্পাহানি এবং সিলেটের নির্ভানা ইন ও সিলেট-শ্রীমঙ্গলের শুভানুধায়ীরা।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্ট, জুলাই ২২, ২০১৬
এমআই/এমজেএ/এসএম/এসএনএস/এমএ/এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ